• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

স্ত্রীর মৃত্যুর খবর শুনেই স্বামীর মৃত্যু; কী হবে ৯ দিনের শিশুটির

স্টাফ রিপোর্টার, পটুয়াখালী, আরটিভি নিউজ

  ১৪ জানুয়ারি ২০২১, ১৭:৪৬
মৃত্যু×স্ত্রী×স্বামী×আকন×জেলা×বাংলাদেশি×
আরটিভি নিউজ

পটুয়াখালীতে স্ত্রীর মৃত্যুর খবরে স্বামীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত স্ত্রী নাদিয়া আক্তার কলির (২০) মৃত্যুর খবর শুনে স্বামী মোস্তফা আকন (২৭) আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন। মৃত নাদিয়া-মোস্তফা দম্পতির বাড়ি জেলার গলাচিপা উজেলার আমখোলা ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম বাঁশবুনিয়া গ্রামে। বৃহস্পতিবার বাদ জোহর জানাজা শেষে ওই দম্পতির দাফন সম্পন্ন হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, গেলো ৬ জানুয়ারি নাদিয়া আক্তার কলি একটি ছেলে সন্তানের জন্ম দেন। সন্তান প্রসবের ৮ দিন পর নাদিয়া আক্তার কলি অসুস্থ হয়ে পরলে তাকে বুধবার রাতে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে স্বামী মোস্তফা আকন হাসপাতালের সামনের দোকান থেকে ওষুধ কিনে নিয়ে স্ত্রীকে খাওয়ানোর জন্য গেলে কর্তব্যরত নার্স তাকে বলেন, ‘ওষুধ ফিরিয়ে দিয়ে আসেন, আপনার স্ত্রী মারা গেছে’। স্ত্রীর মৃত্যুর এ খবরটি শোনার সঙ্গে সঙ্গে সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়েন স্বামী মোস্তফা আকন।

নিহতর পরিবার আরও জানায় প্রায় ছয় বছর পূর্বে মোস্তফা আকনের সঙ্গে পটুয়াখালী জেলা শহরের টাউন কালিকাপুর এলাকার মৃত মো. মকবুল হোসেনের মেয়ে নাদিয়া আক্তার কলির বিয়ে হয়। মোস্তফা আকন শহরের বেগম ফজিলাতুননেছা পলিটেকনিক ইনস্টিটিউটের খণ্ডকালীন ইংরেজি শিক্ষক ছিলেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লালমনিরহাটে হিটস্ট্রোকে পত্রিকা বিক্রেতার মৃত্যু 
বিয়ের আগেই সন্তান জন্ম, স্বামীকে নিয়ে মুখ খুললেন সেই অভিনেত্রী
তেঁতুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মৃত্যুর দু’বছর পর দেশে ফিরছে ২ প্রবাসীর মরদেহ
X
Fresh