logo
  • ঢাকা সোমবার, ১৮ জানুয়ারি ২০২১, ৪ মাঘ ১৪২৭

আদিবাসী নারীকে গাছে বেঁধে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

নারী×মানববন্ধন×চোর×ঘাটাইল×মধ্যবয়সী×বাংলাদেশ×
আরটিভি নিউজ
টাঙ্গাইলের ঘাটাইলে চোর সন্দেহে সন্ধ্যা রাণী নামে এক মধ্যবয়সী আদিবাসী নারীকে চার ঘণ্টা গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ আদিবাসী কোচ সমিতি।

আজ দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ঘাটাইল উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে সন্ধ্যা রাণীর পরিবার, আত্মীয়স্বজন, আদিবাসী ও এলাকাবাসী অংশ নেয়।

এ সময় বাংলাদেশ কোচ আদিবাসী ইউনিয়নের সভাপতি রূপচান বর্মনসহ আদিবাসী নেতারা বক্তব্য রাখেন। বক্তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন।

প্রসঙ্গত, ঘাটাইল উপজেলার মালির চালা গ্রামের আদিবাসী নারী সন্ধ্যা রানীকে চোর সন্দেহে গাছে বেঁধে নির্যাতন করা হয়। এ ঘটনায় গেলো রোববার রাতে সন্ধ্যা রানী বাদী হয়ে ওই গ্রামের মনিরুল ইসলাম ভূঁইয়া, তারই ছেলে মোস্তফা ভূঁইয়া ও সজিব ভূঁইয়া এবং তার মেয়ে মোছা. খুকি ও সুমি আক্তার নামে মামলা দায়ের করেন। তবে এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

জেবি

RTV Drama
RTVPLUS