logo
  • ঢাকা মঙ্গলবার, ২৬ জানুয়ারি ২০২১, ১২ মাঘ ১৪২৭

রাস্তার পাশে কুকুরে টানাটানি করছিলো নবজাতকের মরদেহ

মরদেহ×কমলনগর×নবজাতক×কুকুর×বাংলাদেশ×
আরটিভি নিউজ
লক্ষ্মীপুরের কমলনগরে রাস্তার পাশে পড়ে থাকা এক মৃত নবজাতককে ক্ষতবিক্ষত অবস্থায় কুকুর টানাহেঁচড়া করতে দেখা গেছে। ওই নবজাতকের মাথা ছাড়া কোনও অংশ দেখা যাচ্ছে না।

কুকুরের কামড়ের কারণে শুধু হাড়গুলো দৃশ্যমান। কে বা কারা শিশুটিকে রেখে গেছে তা জানা যায়নি। আজ বুধবার সকালে কুকুর টানাহেঁচড়া  করতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।উপজেলার উত্তর চরলরেঞ্চ পূর্ব মুজিবনগর মতিরহাট-তোরাবগঞ্জ সড়কের পাশে ওড়না কম্বল মোড়ানো অবস্থায় নবজাতকের মরদেহটি পড়ে আছে।

স্থানীয় সূত্র জানায়, একটি কালো ব্যাগ থেকে কম্বল ওড়না লুঙ্গি মোড়ানো নবজাতককে কুকুরে টেনে-হেঁচড়ে বের করেছে। এটি দেখে স্থানীয়রা কাছে গিয়ে কুকুরকে তাড়িয়ে দেয়।কিন্তু নবজাতকের শরীরটি ক্ষতবিক্ষত দেখা যায়।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আবছার আরটিভি নিউজকে বলেন, ঘটনাটি এখনও কেউ আমাদের জানায়নি। আমরা এ বিষয়ে খোঁজ নিচ্ছি।

জিএম/জেবি

RTV Drama
RTVPLUS