• ঢাকা বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
logo

নদী খননের সময় পাওয়া গেলো কষ্টি পাথরের মূর্তি

জয়পুরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৮ জানুয়ারি ২০২১, ০৮:৪৫
জয়পুরহাট×রাজশাহী×দুপুর×প্রশাসক×বাংলাদেশ×
আরটিভি নিউজ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পাথরঘাটা এলাকায় তুলশীগঙ্গা নদী খননের সময় একটি কষ্টি পাথরের কালো মূর্তি পাওয়া গেছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারি শাখায় এই মূর্তি জমা দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরমান হোসেন।

বরমান হোসেন জানান, উপজেলার পাথরঘাটা এলাকার তুলশিগঙ্গা নদীতে খনন কাজ চলছে। সকালে তুলসীগঙ্গা নদীর পাথরঘাটায় খননকাজ করার সময় নদীর তলদেশে মূর্তিটি পাওয়া যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বরমান হোসেন আরও জানান, মূর্তিটি মহা মূল্যবান ও দুর্লভ কষ্টি পাথরের হতে পারে। বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত করে বলা যাবে। মূর্তিটির ওজন অনুমান ১১০ কেজি। এর আগে ডিসেম্বর মাসে পাথরঘাটা এলাকায় তুলসীগঙ্গা নদী থেকে আরও দুটি কালো মূর্তি পাওয়া গিয়েছিল। ওই মূর্তি দুটিও ট্রেজারি শাখায় জমা দেওয়া হয়।

জেলা প্রশাসক শরীফুল ইসলাম আরটিভি নিউজকে জানান, পাঁচবিবি উপজেলার পাথরঘাটায় তুলসীগঙ্গা নদী খননের সময় পাওয়া মূর্তিটি ট্রেজারি শাখায় জমা দেয়া হয়েছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে মূর্তিটি হস্তান্তর করা হবে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২ মে)
মনোনয়নপত্র নিতে প্রার্থীর বাড়িতে লোক পাঠালেন রিটার্নিং কর্মকর্তা
এশিয়ার সেরা ৩০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই বাংলাদেশ
জিম্বাবুয়ে সিরিজে আম্পায়ারের দায়িত্বে থাকবেন যারা
X
Fresh