• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৭ জানুয়ারি ২০২১, ১৮:৪০
মহাসড়ক×গাজীপুর×বকেয়া×বেতন×বাংলাদেশ×
আরটিভি নিউজ

গাজীপুরে দুই মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছে পোশাক শ্রমিকরা।

বৃহস্পতিবার দুপুর আড়াইটা থেকে গাজীপুরের সাইনবোর্ড এলাকার ইস্ট ওয়েস্ট লিমিটেড কারখানার শ্রমিকরা গত নভেম্বর ও ডিসেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

শ্রমিকরা জানায়, গেলো দুই মাস যাবত কারখানা কর্তৃপক্ষ বেতন দেয়া নিয়ে তালবাহানা করছে। সকালে শ্রমিকরা বেতন দাবি করলে নভেম্বর মাসের বেতন এ মাসের ১৫ তারিখে দিবে বলে আশ্বাস দেয়। তবে, শ্রমিকরা দুই মাসের বেতন দাবি করে । এনিয়ে, বাকবিতণ্ডা একপর্যায়ে কর্মবিরতি শুরু করে শ্রমিকরা । কর্তৃপক্ষ দাবি না মানলে দুপুরে মহাসড়কে নেমে অবরোধ করে রেখেছে। গাজীপুর মেট্টোপলিটন পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ ইলতুৎ মিশ জানান, শ্রমিকদের মহাসড়ক থেকে সড়িয়ে নেয়ার চেষ্টা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপুল সংখ্যক পুলিশ মোতোয়েন করা হয়েছে ।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৬ এপ্রিল)
বাংলাদেশ-চীনের সামরিক মহড়া, যে প্রতিক্রিয়া জানাল ভারত
‘অন্য দেশের দৃষ্টি দিয়ে বাংলাদেশের সম্পর্ককে দেখে না যুক্তরাষ্ট্র’
বাংলাদেশের উন্নতি দেখে এখন লজ্জিত হই : পাকিস্তানের প্রধানমন্ত্রী
X
Fresh