logo
  • ঢাকা বুধবার, ২৭ জানুয়ারি ২০২১, ১৩ মাঘ ১৪২৭

চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড 

Chuadanga has the lowest temperature in the country
চুয়াডাঙ্গায় শীত নিবারণে ছিন্নমূল মানুষ আগুনের আশ্রয় নিয়েছে, ছবি: প্রতিনিধি
চুয়াডাঙ্গায় আবারও শুরু হয়েছে মাঝারি শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। সন্ধ্যায় ফাঁকা হয়ে যাচ্ছে গ্রাম-শহর। প্রচণ্ড শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা।

আজ সোমবার সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৭.৭ ডিগ্রি সেলসিয়াস।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল হক আরটিভি নিউজকে জানান, আজ সকাল ৬টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৮.৩ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু হঠাৎ নেমে যায় পারদ। সকাল ৯টায় রেকর্ড করা হয় ৭.৭ ডিগ্রি সেলসিয়াস; যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এ মাসে দুইবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। গেল ১২ ডিসেম্বর ১২.৪ ডিগ্রি সেলসিয়াস ও আজ ৭.৭ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা আরও কমতে পারে।
পি
 

RTV Drama
RTVPLUS