• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

হল খুলে পরীক্ষা নেওয়ার দাবি রাবি ছাত্রলীগের

রাবি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৮ ডিসেম্বর ২০২০, ১২:৫১
RU Chhatra League demanded to open the hall and take the test,
ভিসিকে হল খুলে পরীক্ষা নেওয়ার দাবিতে রাবি ছাত্রলীগের স্মারকলিপি প্রদান

শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে অনার্স শেষ বর্ষ ও মাস্টার্সের পরীক্ষা নেওয়ার পূর্বে হল খোলার দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগ। গতকাল রোববার সন্ধ্যায় এই দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি প্রদান করে ছাত্রলীগ নেতাকর্মীরা।

তথ্যটি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ রুনু বলেন, ‘উপাচার্য স্যারকে আমরা স্মারকলিপি দিয়ে হল খোলার ব্যাপারে অনুরোধ করেছি। তিনি বিষয়টি বিবেচনা করে সকলের সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাস দিয়েছেন।’

উপাচার্যকে দেওয়া স্মারকলিপিতে তারা উল্লেখ করে বলেন, ‘গত ২১ ডিসেম্বর ২০২০ তারিখে রাজশাহী বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিলে শিক্ষার্থীদের আবাসিক সুবিধা নিশ্চিত না করেই স্নাতক শেষবর্ষ ও স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। সেশনজট নিরসন এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণের প্রেক্ষিতে দ্রুততম সময়ে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত জরুরি। কিন্তু শিক্ষার্থীদের জন্য হলে থাকার ব্যবস্থা নিশ্চিত না করেই পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া যা একপাক্ষিক, শিক্ষার্থীদের স্বার্থের বিপ্রতীপ, বিদ্যমান বাস্তবতায় অনুপযুক্ত সমাধান এবং কোন অবস্থাতেই অভিভাবকসুলভ নয়। বিশেষ করে নারী শিক্ষার্থী ও নিম্নবিত্ত পরিবারের সন্তান বিশ্ববিদ্যালয়ের সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থীদের জন্য এটি স্পষ্টতই অনভিপ্রেভ এবং করোনাকালীন বাস্তবতায় আর্থিক সক্ষমতার বাইরে।’

স্মারকলিপিতে নেতাকর্মীরা আরও বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ শিক্ষার্থীদের সংকট-প্রতিবন্ধকতা থেকে উত্তরণের জন্য শিক্ষা-শান্তি-প্রগতির ঐতিহ্যিক ধারায় দায়বদ্ধ। আমরা মনে করি, শিক্ষার্থীদের জন্য হল উন্মুক্ত করে, স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে, সঠিক রূপকল্প ও বিভিন্ন স্তরে পরীক্ষা গ্রহণ করা বাস্তবসম্মত, ন্যায়ানুগ এবং পাবলিক বিশ্ববিদ্যালয় মর্যাদার জন্য উত্তম সমাধান।’

এ বিষয়ে রাবি ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া জানান, শিক্ষার্থীদের স্বার্থ, প্রত্যাশা এবং অধিকারের আলোকে হল খুলে দিয়ে এবং স্বাস্থ্য-সুরক্ষা নিশ্চিত করে পরীক্ষা গ্রহণের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছি।
পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আবাসিক হল খুলে দেওয়ার দাবিতে জাবিতে বিক্ষোভ 
X
Fresh