• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা বিকৃতির সত্যতা পেয়েছে তদন্ত কমিটি

আরটিভি নিউজ

  ২৩ ডিসেম্বর ২০২০, ১৫:২৯
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা বিকৃতির সত্যতা পেয়েছে তদন্ত কমিটি
ফাইল ছবি

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবসে জাতীয় পতাকা বিকৃতির ঘটনায় জেলা প্রশাসকের গঠিত তদন্ত কমিটি প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পেয়েছে।

যারা এই কাজের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে সুপারিশ করেছে তদন্ত কমিটি।

আজ বুধবার (২৩ ডিসেম্বর) বেরোবি’র উপাচার্য (ভিসি) প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহর কাছে তদন্ত প্রতিবেদন পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক আসিব আহসান জানান, জাতীয় পতাকা বিকৃতির ঘটনায় জেলা প্রশাসন গঠিত ৩ সদস্যের তদন্ত কমিটির প্রধান মঙ্গলবার সন্ধ্যায় তার কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনে জাতীয় পতাকা বিকৃতির অভিযোগের প্রাথমিক সত্যতার প্রমাণ পাওয়া গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

এর আগে ১৭ ডিসেম্বর পতাকা বিকৃতির অভিযোগে রংপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

ওই কমিটির প্রধান ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী। অন্য সদস্যরা হলেন- মহানগর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সদরুল আলম দুলু এবং মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার জিন্নাহ আল মামুন।

উল্লেখ্য, মহান বিজয় দিবসে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারকে বিকৃত পতাকা নিয়ে ছবি তোলেন ওই বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh