logo
  • ঢাকা সোমবার, ১৮ জানুয়ারি ২০২১, ৪ মাঘ ১৪২৭

ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩

ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩
ফাইল ছবি
গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানার ভোগড়া এলাকায় ট্রাক-ইজিবাইক সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। নিহতরা সবাই ইজিবাইকের যাত্রী বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

বাসন থানার এসআই সাইফুল ইসলাম জানান, আজ মঙ্গলবার সন্ধ্যায় ভোগড়া পেয়ারা বাগান এলাকায় যাত্রীবাহী ইজিবাইক ঢাকা-বাইপাস সড়কে ইউটার্ন নিচ্ছিল। এ সময় টাঙ্গাইলগামী দ্রুতগতির একটি ট্রাক যাত্রীবাহী ওই ইজিবাইকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের তিন যাত্রী নিহত হন। 

এসএস

RTV Drama
RTVPLUS