• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ভাস্কর্য নিয়ে সমস্যার অনেকটা সমাধান হয়ে গেছে: ধর্ম প্রতিমন্ত্রী

জামালপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৫ ডিসেম্বর ২০২০, ১৮:৪০
Many problems, with sculpture have, rtv news
ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ ফরিদুল হক খান এমপি, ছবি: আরটিভি নিউজ

ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ ফরিদুল হক খান এমপি বলেছেন, সাম্প্রদায়িকতার চিহ্ন রেখে বাংলাদেশ কোনও কাজ করে না। অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য যা করা দরকার সে বিষয়ে ধর্ম মন্ত্রণালয় থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভাস্কর্য নিয়ে চলমান সমস্যার অনেকটা সমাধান হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে এ সমস্যা পুরোপুরি সমাধান হবে বলে বিশ্বাস করে ধর্ম মন্ত্রণালয়।

আজ শনিবার জামালপুর সার্কিট হাউসে আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও জামালপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পরে ধর্মপ্রতিমন্ত্রী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন এমপি, হোসনে আরা এমপি ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিদ্যুৎ ও গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞায় টিআইবির উদ্বেগ 
মাদকদ্রব্যের অপব্যবহার বিষয়ক সম্মেলনে তথ্য প্রতিমন্ত্রী
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থী বহিষ্কার
X
Fresh