• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

যাত্রীবেশে চেতনানাশক খাইয়ে ইজিবাইক ছিনতাই, হাসপাতালে চালক

মাদারীপুর প্রতিনিধি

  ০৪ ডিসেম্বর ২০২০, ১৯:১১
Easybike snatched after consuming anesthetics in passenger seat, driver in hospital
মাদারীপুর

মাদারীপুরে যাত্রীবেশে চেতনানাশক খাইয়ে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে শহরের লেকেরপাড়ে পুলিশ সুপারের বাসভবনের সামনে এ ঘটনা ঘটে।

গুরুতর অসুস্থ চালক রোমান মাতুব্বরকে (২২) জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোমান কালকিনি উপজেলার ডাসার থানাধীন গোপালপুর গ্রামের রহমান মাতুব্বরের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কালকিনির মিনাজদী থেকে ৪ জন যাত্রী নিয়ে মাদারীপুরে আসে চালক রোমান। পথে তরলজাত খাবারের সাথে চেতনানাশক মেশায় দুর্বৃত্তরা। মাঝপথে তারা কৌশলে রোমানকে সেই পানি পান করায়। এতে অসুস্থ হয়ে পড়ে রোমান। পরে রোমনাকে দুর্বৃত্তরা শহরের লেকেরপাড়ে নিয়ে আসে। অচেতন হয়ে পড়লে পুলিশ সুপারের বাসভবনের সামনে রোমানকে ফেলে রেখে ইজিবাইক নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে পরিবারের লোকজন রোমানকে সদর হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. আব্দুল হান্নান জানান, দুর্বৃত্তদের ধরতে পুলিশ কাজ করছে। অসুস্থ চালক হাসপাতালে ভর্তি রয়েছে।
পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh