পাবনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরোধিতাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরোধিতার নামে মৌলবাদ দেশবিরোধী রাজাকার মদদপুষ্ট উগ্র ও ধর্মান্ধ গোষ্ঠী কর্তৃক জনমনে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে মানববন্ধন করেছে পাবনা জেলা সাংস্কৃতিক জোট।
আজ বুধবার বেলা ১১টায় পাবনা হামিদ রোড প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন ইছামতি থিয়েটারের ভাস্কর চৌধুরী, উদীচী শিল্পীগোষ্ঠীর সিনিয়র সহ-সভাপতি বিল্পব ভট্টাচার্য, সোনার বাংলা মা একাডেমির সুমন আলী, মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি হেলাল উদ্দিনসহ অন্যান্য সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরোধিতা যারা করেছে অবিলম্বে তাদের গ্রেপ্তার ও কঠোর শাস্তি দিতে হবে।
জেবি