দিনাজপুরে ৫ দফা দাবিতে চিনিকল শ্রমিকদের ধর্মঘট
পাঁচ মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধ ও চিনিকলগুলো বন্ধ না করার দাবিসহ পাঁচ দফা দাবিতে দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকল শ্রমিকরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছে।
আজ বুধবার বেলা ১১ টায় সেতাবগঞ্জ চিনিকল গেটের সামনে চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের ব্যানারে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করে তারা।
এ সময় শ্রমিক-কর্মচারীরা তাদের পাঁচ দফা দাবির স্বপক্ষে স্লোগান দিতে থাকেন এবং বিক্ষোভ প্রদর্শন করেন।
শ্রমিক কর্মচারীদের দাবি চলতি মৌসুমে আখ মাড়াই বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করে অবিলম্বে শ্রমিকদের বেতন-ভাতা প্রদান এবং আখ মাড়াই কার্যক্রম চালুসহ পাঁচ দফা মেনে নিতে হবে।
জেবি