logo
  • ঢাকা বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি ২০২১, ১৪ মাঘ ১৪২৭

জীবনের শেষ খেলা শেষে হেঁটে বাড়ি ফেরা হলো না শিশুটির

Image of the scene
ঘটনাস্থলের চিত্র
জয়পুরহাটের সদর উপজেলার সগুনা এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় সায়মন হোসেন (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

রোববার (২৯ নভেম্বর) বিকেলে জয়পুরহাট-হিলি বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সায়মন হোসেন জয়পুরহাট সদর উপজেলার ছিট হেলকুন্ডা গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। 

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর জাহান জানান, সায়মন তার বাড়ির পাশে অন্য শিশুদের সাথে খেলা করছিল। খেলা শেষে বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় হিলিগামী একটি বাস সায়মনকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। 

জিএ 

RTV Drama
RTVPLUS