logo
  • ঢাকা শনিবার, ২৩ জানুয়ারি ২০২১, ৯ মাঘ ১৪২৭

প্রাণভয়ে পালালো বউ, রাগে ২২ দিনের শিশুকে হত্যা করলো বাবা

Criminal with police
পুলিশের সঙ্গে অপরাধী
দিনাজপুরের ফুলবাড়িতে নেশার টাকার না পেয়ে ২২ দিন বয়সী নিজ ছেলে সন্তানকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে এক পাষণ্ড বাবা।  

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার আলাদীপুর ইউনিয়নের বারাইহাট গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ঘাতক বাবা সুভাষ মহন্তকে (২৮) আটক করেছে পুলিশ। আটক সুভাস মহন্ত ওই গ্রামের সুনিল চন্দ্র মহন্তের ছেলে। সে পেশায় একজন ইজিবাইক চালক।

শিশুটির মা অনামিকা মহন্ত জানান, নেশার টাকার জন্য সুভাষ প্রায়ই আমাকে মারধর করত। বুধবার সন্ধ্যায় আমাকে মারপিট করলে আমি শ্বশুরের ঘরে পালিয়ে আশ্রয় নিই। কিন্তু সেখানেও সুভাষ আমাকে ও আমার বাচ্চাকে টানা-হেঁচড়া করে মারপিট করে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে আমাকে ঘর থেকে বের করে আমার শিশু সন্তানকে ছিনিয়ে নেয় সন্তানের বাবা সুভাষ মহন্ত। এরপর ঘরে ঢুকে দরজা বন্ধ করে বাচ্চাটিকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে বের হয়ে আসে।

ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফখরুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক পিতা সুভাষ চন্দ্র মহন্তকেও আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা করা হয়েছে।

জিএ

RTV Drama
RTVPLUS