• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

কুড়িগ্রামে দুটি পেট্রোল পাম্পকে ১৩ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম, আরটিভি নিউজ

  ২৪ নভেম্বর ২০২০, ২০:০৪
Two petrol pumps, in Kurigram fined, rtv news
কুড়িগ্রাম

কুড়িগ্রামে ওজন ও পরিমাপে কারচুপির অভিযোগে দুইটি পেট্রোল পাম্পকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার বিকেলে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইন্সটিটিউটের (বিএসটিআই) উদ্যোগে জেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে।

পরিচালনায় নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ চৌধুরী। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে জেলা সদরের খলিলগঞ্জস্ত মেসার্স পনির অ্যান্ড সার্ভিসেস সেন্টার ও রাজার হাট উপজেলার সিনাই এলাকার মেসার্স একরাম ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রত্যেকটি পাম্পে ওজন ও পরিমাপের কারচুপির অভিযোগ প্রমাণিত হয়। এ কারণে পনির সন্স ফিলিং স্টেশনে ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০লিটারে ৪১ মিলিলিটার জ্বালানি তেল কম প্রদান করায় তিন হাজার টাকা ও একরাম ফিলিং স্টেশনে ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৮০ মিলিলিটার কম প্রদান করায় ১০ হাজার টাকাসহ দুই প্রতিষ্ঠানকে নগদ ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতে সহায়তা করেন বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী মিঠুন কবিরাজ । নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ রায় অভিযান প্রসঙ্গে বলেন, জেলা প্রশাসকের নির্দেশে এ অভিযান অব্যাহত থাকবে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
পচা মাংস বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
পচা-বাসি খাবার রাখার অভিযোগ, রেস্টুরেন্টকে জরিমানা 
আখাউড়ায় ফসলি জমির মাটি উত্তোলন, ২ ব্যবসায়ীকে জরিমানা
X
Fresh