• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

কুড়িগ্রামে বিএসএফের হাতে বাংলাদেশি আটক

কুড়িগ্রাম (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৩ নভেম্বর ২০২০, ১০:৩৬
Bangladeshis, detained by BSF, rtv news
ছবি সংগৃহীত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাঁশজানি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী আটক হয়েছে।

সীমান্তের অধিবাসীরা জানায়, গতকাল রোববার দিনগত রাতে একদল গরু পাচারকারী ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাঁশজানি সীমান্তের আন্তর্জাতীক সীমানা পিলার ৯৭৫/৯ এস এর কাছ দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। রাত দুইটার সময় ভারত থেকে গরু আনার সময় ভারতের কুচবিহার জেলার দিনহাটা থানার দিঘলটারী বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা টের পায় এবং তাদেরকে ধাওয়া করে। এ সময় গরু ব্যবসায়ী জহুরুল ইসলামকে (৫০) আটক করে বিএসএফ।

আটক জহুরুল ইসলাম ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানী গ্রামের মৃত নুরুল ইসলাম মেম্বারের সন্তান।

কুড়িগ্রাম-২২ ব্যাটালিয়ানের পরিচালক লে. কর্নেল মোহাম্মদ জামাল হোসেন বিএসএফের হাতে বাংলাদেশি গরু ব্যবসায়ী আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, বাংলাদেশের অভ্যন্ত থেকে কাউকে ধরে নিয়ে যাওয়ার কোনও ঘটনা ঘটেনি।

গরু আনতে গিয়ে জহুরুল ইসলাম ভারতের অভ্যন্তরে প্রবেশ করে সেখান থেকে বিএসএফ তাকে আটক করেছে বলে আমরা জানতে পেরেছি।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
মেলায় জাদু খেলার নামে অশ্লীল নৃত্য, আটক ৫  
জয়পুরহাটে ১৬ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক
X
Fresh