logo
  • ঢাকা শনিবার, ০৫ ডিসেম্বর ২০২০, ২০ অগ্রহায়ণ ১৪২৭

`ফিট থাক বাই সাইকেলে’

‘Stay fit by bike ', rtv news, rtv news
জয়পুরহাটে সাইকেল র‌্যালি
‘ফিট থাক দূরন্ত বাইসাইকেলে, গণ পরিবহন পরিহার করি সকলে মিলে সুস্থ থাকি’ এই স্লোগানকে সামনে রেখে করোনা মহামারী রোধে নিজেকেসহ সবাইকে সুস্থ রাখার লক্ষ্যে জয়পুরহাট সাইক্লিস্ট সংগঠনের আয়োজনে এবং জেলা রোভার স্কাউটের সহযোগিতায় জয়পুরহাটে অনুষ্ঠিত হল করোনা সচেতনামূলক সাইকেল র‌্যালি।

আজ শনিবার সকালে শহরের এসপি মোড়ে এই র‌্যালি উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম।

এ সময়  অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, স্কাউটের জেলা সম্পাদক সাহাদুল ইসলাম সাজু, যমুনা টিভির স্টাফ রিপোর্টার আবদুল আলীম, করোনা যুদ্ধে আমরা সংগঠনের সমন্বয়ক আসম তিতাস, সাইক্লিস্ট গ্রুপের সভাপতি সারতাজ সাহাদাত, জেলা সিনিয়র রোভার মেট সালেউর রহমান সজিব, সাইক্লিস্ট নোমান ও নয়ন।

করোনা সচেতনতামূলক এই সাইকেল র‌্যালিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ৫০ জন সাইক্লিস্ট অংশ নেন। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

জেবি

RTVPLUS