• ঢাকা বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
logo

‘চিনিকল বন্ধ হলে সমাজের সর্বস্তরের মানুষ ক্ষতিগ্রস্ত হবে’

জয়পুরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২১ নভেম্বর ২০২০, ১৫:২৫
'People from all walks, of life will suffer, rtv news
জয়পুরহাটে চিনিকল বন্ধের আশঙ্কায় শ্রমিকদের সমাবেশ

লোকসানের কারণে জয়পুরহাটে চিনিকল বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মিলটির শ্রমিক-কর্মচারীরা।

যার পরিপ্রেক্ষিতে চিনিকলটি আধুনিকায়ন করে সচল রাখার দাবিতে প্রতিষ্ঠানটির মূল ফটকের সামনে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকালের দিকে আখচাষি কল্যাণ সমিতি ও চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়ন এই সমাবেশের আয়োজন করে।

সমাবেশে বক্তব্য রাখেন, জয়পুরহাট চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আলী আক্তার, সহ-সাধারণ সম্পাদক জহুরুল হক জুয়েল, আখচাষি কল্যাণ সমিতির সভাপতি আবু তালেব চৌধুরি বাবু ও সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন।

বক্তারা বলেন, জয়পুরহাট জেলার একমাত্র প্রাচীন ও ভারী শিল্প কারখানাটি বন্ধ হলে শুধুমাত্র শ্রমিক-কর্মচারীরাই ক্ষতিগ্রস্ত হবে না, বরং এর সঙ্গে জড়িত কৃষকসহ জেলার বিভিন্ন স্তরের মানুষ ক্ষতিগ্রস্ত হবে। সামগ্রিকভাবে জেলার আর্থ-সামাজিক ব্যবস্থায় ভীষণভাবে প্রভাব পড়বে। যাতে করে সামাজিক স্থিতিশীলতা বিনষ্ট হবে বলে মনে করেন তারা।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মনোনয়নপত্র নিতে প্রার্থীর বাড়িতে লোক পাঠালেন রিটার্নিং কর্মকর্তা
পদ্মায় গোসলে নেমে কলেজ শিক্ষার্থীর মৃত্যু  
২২ বছর পর হত্যা মামলার রায়, ১৯ আসামিকে যাবজ্জীবন
খনন করা পুকুরের মাটিতে মিলল কালো পাথরের মূর্তি
X
Fresh