logo
  • ঢাকা রোববার, ১৭ জানুয়ারি ২০২১, ৩ মাঘ ১৪২৭

সাঘাটায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

Two children, drowned in Saghata, rtv news
ছবি সংগৃহীত
গাইবান্ধার সাঘাটা উপজেলার সাঘাটা ইউনিয়নের ছোট যোগীপাড়া-বিলবস্তা গ্রামে পানিতে ডুবে হুমায়রা (৩) ও মেঘলা (২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। হুমায়রা ওই গ্রামের হাসু মিয়ার মেয়ে ও মেঘলা প্রতিবেশী মোশারফ হোসেনের মেয়ে।

নিহতদের পরিবার ও স্থানীয়রা জানান, বিকেলে বাড়ির উঠানে খেলা করছিল হুমাইয়া ও মেঘলা। খেলার একপর্যায়ে সবার অজান্তে পুকুরের পানিতে ডুবে যায় দুই শিশু।

পরে উঠানে তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে পরিবারে লোকজন। দীর্ঘক্ষণ খোঁজাখুজির পর সন্ধ্যার দিকে পুকুরে দুই শিশুকে ভাসতে দেখে স্থানীয়রা। পরে তাদের উদ্ধার করে দ্রুত সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সাঘাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশাররফ হোসেন সুইট বিষয়টি নিশ্চিত করেছেন। শিশু দুইটিকে দেখার জন্য শত শত মানুষ ছুটে আসে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আছে। পরিবারে চলছে আহাজারি।

জেবি

RTV Drama
RTVPLUS