• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

কাঁঠালবাড়ি ঘাট স্থানান্তর

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৬ নভেম্বর ২০২০, ১৮:০৩
কাঁঠালবাড়ি ঘাট স্থানান্তর
কাঁঠালবাড়ি ঘাট স্থানান্তর

কাঁঠালবাড়ী ফেরি ঘাটটি তৃতীয় বারের মতো স্থানান্তর করা হয়েছে। এখন কাঁঠালবাড়ী ঘাটের পরিবর্তে বাংলাবাজার-শিমুলিয়া নৌ পথে ফেরি চলাচল করছে।

জানা গেছে, ফেরি ঘাট স্থানান্তরে নদী পথের ৫০০ মিটার পথ বেড়েছে। এর আগে ২০১৭ সালে কাওড়াকান্দী থেকে কাঁঠালবাড়ীতে ফেরি ঘাটটি স্থানান্তর করা হয়। মূলত পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নদী শ্বাসনালী কাজের জন্যই ফেরি ঘাটটি স্থানান্তর করা হয়।

আজ সোমবার (১৬ নভেম্বর) সকালে পরীক্ষামূলক ভাবে ২টি ফেরি ছেড়ে যায়।

বিআইডব্লটিসি'র কাঁঠালবাড়ী ফেরি ঘাটের সহকারি ব্যবস্থাপক আবিদীন বলেন, পরীক্ষামূলক ভাবে বাংলাবাজার ঘাটে থেকে ২টি ফেরি ছেড়ে গেছে।

কাঁওড়াকান্দি ঘাট ২০১৭ সালের ফেব্রুয়ারিতে সরিয়ে কাঁঠালবাড়ীতে আনা হয়। তিন বছর পর আবারও ঘাট স্থানান্তরিত হলো। পদ্মা সেতুর নদী শাসনের জন্য দু’একদিনের মধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে কাঁঠালবাড়ী ঘাটটিও।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh