• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সীতাকুণ্ডে ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় গ্রেপ্তার ১

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৬ নভেম্বর ২০২০, ১৩:৪৫
Arrested for throwing, stones at a train, rtv news
আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ড রেলস্টেশন এলাকায় চট্টগ্রামগামী ঢাকা মেইল ট্রেনে পাথর ছোড়ার ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে।

রেল পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কোনও যাত্রী হতাহতের ঘটনার খর না পাওয়া গেলেও ট্রেনের জানালার ক্ষতি হয়েছে। খবর পেয়ে সীতাকুণ্ড রেল পুলিশ পাথর ছোড়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার ব্যক্তির নাম সাইফুল ইসলাম (৩৯)। তার বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার কানকিরহাট কেশবপাড়া গ্রামে। তবে তিনি বিভিন্ন রেলস্টেশনে ভবঘুরের মতো ঘুরে বেড়াতেন।

এ ঘটনায় রেল পুলিশ সীতাকুণ্ড ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে চট্টগ্রাম রেলওয়ে থানায় একটি মামলা করেছেন।

মামলার বাদী মঞ্জুরুল ইসলাম বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ঢাকা মেইল ট্রেনটি সীতাকুণ্ড স্টেশন পার হওয়ার সময় সাইফুল চলন্ত ট্রেনটিতে পাথর ছুড়ে মারেন। এ সময় ট্রেনের জানালার কাচ ভেঙে যায়। একাধিক পাথর ছুড়ে সাইফুল ঘটনাস্থল ত্যাগ করেন।

বিষয়টি রেলগেটের নিরাপত্তা প্রহরীসহ স্থানীয় কয়েকজন দেখে ফেলেন। খবর পেয়ে তিনি রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে দুপুরে সাইফুলকে গ্রেপ্তার করেন। বিকেলে তাকে রেলওয়ে থানায় হস্তান্তর করার পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নোয়াখালীতে ইয়াবাসহ গৃহবধূ গ্রেপ্তার 
রাজধানীতে গ্রেপ্তার ৩৯
চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি গ্রেপ্তার 
অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ১০ কোটি টাকা উধাও, গ্রেপ্তার ৩
X
Fresh