• ঢাকা সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

স্ত্রীর পর হুইপ স্বপনও করোনায় আক্রান্ত

জয়পুরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৩ নভেম্বর ২০২০, ১৪:৫৭
After his wife, Whip Swapan, is also affected, rtv news
হুইপ আবু  সাঈদ আল মাহমুদ স্বপন ও তার স্ত্রী মেহবুবা আলম

জাতীয় সংসদের হুইপ ও জয়পুরহাট-২ (আক্কেলপুর-কালাই-ক্ষেতলাল) আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর আগে তার স্ত্রী মেহবুবা আলমও করোনাভাইরাসে আক্রান্ত হন।

আজ শুক্রবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে হুইপ নিজেই তার ফেসবুক ওয়ালে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার সকালে করোনা পরীক্ষার জন্য নমুনা দেওয়ার পর রাতে তার করোনাভাইরাস শনাক্ত হয়।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপনের ব্যক্তিগত সহকারী এবি এম ইমরুল হাসান সৈকত আরটিভি নিউজকে জানান, গেলো ৫ নভেম্বর তার স্ত্রী মেহবুবা আলমের করোনা রিপোর্ট পজিটিভ আসে।

এরপর থেকেই তিনি বাসায় হোম কোয়ারেন্টিনে ছিলেন।বৃহস্পতিবার সকাল থেকে কিছুটা অসুস্থ বোধ করেন আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

এরপর তার জ্বর আসায় করোনা পরীক্ষা করার জন্য গতকাল বৃহস্পতিবার সকালে নমুনা জমা দেন। এরপর রাতেই করোনা শনাক্তের ফল জানা যায়।

স্ত্রীসহ হুইপ স্বপন চিকিৎসকের পরামর্শে বাসা থেকেই চিকিৎসা নিচ্ছেন এবং দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

আজ শুক্রবার জুম্মার নামাজের পর আবু সাঈদ আল মাহমুদ স্বপনের রোগমুক্তি কামনায় দোয়া করা হয় বলে জানিয়েছেন জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম হাক্কানি।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় এসএমই পুরস্কার-২০২৩ পেলেন ৭ উদ্যোক্তা
করোনায় প্রাণ গেল আরও একজনের
জাতীয় পর্যায়ের ফ্রেমওয়ার্ক ও সরকারের সুনির্দিষ্ট তহবিল গঠনে তাগিদ
নির্বাচন সংক্রান্ত অভিযোগ জানানো যাবে ৯৯৯-এ
X
Fresh