• ঢাকা শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
logo

টাঙ্গাইলে ট্রাক চাপায় প্রাণ গেল শিক্ষকের

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১২ নভেম্বর ২০২০, ২১:৫৯
Ibrahim Khalil
নিহত শিক্ষক ইব্রাহীম খলিল

টাঙ্গাইলের গোপালপুরে ট্রাক চাপায় ইব্রাহীম খলিল (৬৫) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। তিনি উপজেলার ঝাওয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সৈয়দপুর গ্রামের গরিবুল্লাহ শেখের পুত্র। গোপালপুর থানার এস আই আকতারুজ্জামান সোহাগ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, নিহত ইব্রাহীর খলিল দুপুরে পৌরশহরের প্রধান সড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে নন্দনপুর বাসস্ট্যান্ড রোডে যাওয়ার সময় কাজী বাড়ি নামকস্থানে বিপরীতদিক থেকে আসা দ্রুতগামী একটি ঘাতক ট্রাকের (ঢাকা মেট্রো-ক ১৪-১৭২১) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা প্রথমে তাকে উদ্ধার করে গোপালপুর উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে সন্ধ্যার দিকে তাঁর মৃত্যু হয়।

এদিকে প্রধান শিক্ষক ইব্রাহীম খলিলের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। গোপালপুর উপজেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম এক শোকবার্তায় তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

জিএ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টাঙ্গাইলে এক কুকুরের কামড়ে ২০ জন আহত  
টাঙ্গাইলে ছাত্রীকে নিয়ে শিক্ষিকা উধাও 
বেল পাড়া নিয়ে সংঘর্ষ, স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা
টাঙ্গাইলে আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন
X
Fresh