• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

রাঙামাটিতে মাস্ক না পড়ায় ১০ জনকে জরিমানা

রাঙামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১১ নভেম্বর ২০২০, ২১:০৪
10 people fined, for not wearing mask, rtv news
মাস্ক

রাঙামাটি শহরে আরও কঠোর হচ্ছে মোবাইল কোর্টের অভিযান। বুধবার মাস্ক না পড়ার দায়ে রাঙামাটি শহরে দশজনকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার থেকে দিনে চারবার মোবাইল কোর্ট পরিচালনা করা হবে জানান জেলা প্রশাসনের এনডিসি মো. আরিফুর রহমান।

করোনা সংক্রমণের ঝুঁকি কমাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে জনগণকে সচেতন করতে শহরে মাইকিং করা হচ্ছে। সরকারি-বেসরকারি সব অফিস-আদালতে মাস্ক পড়া বাধ্যতামূলক করা হচ্ছে।

জনগণকে সচেতন ও সতর্ক করার জন্য ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরালো করা হবে বলে জানান এনডিসি মো. আরিফুর রহমান।

তিনি জানান, নো মাস্ক নো সার্ভিস এ ধরনের নির্দেশনা দিয়ে সকল অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানকে জেলা প্রশাসনের পক্ষ থেকে চিঠি দেয়া হয়েছে। বুধবার শহরের রিজার্ভ বাজার, তবলছড়ি ও বনরূপা বাজারে অভিযান চালিয়ে দশজনকে চার হাজার সাতশত টাকা জরিমানা করা হয়।

একইসঙ্গে তাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিনামূল্যে মাস্কও দেয়া হয়। জেলাপ্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান ও মাসুমা বেগমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

তিনি জানান, জনগণকে সচেতন করতে আগামীকাল বৃহস্পতিবার থেকে সকালে দুইবার এবং বিকেলে দুইবার মোট চারবার ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হবে। একইসঙ্গে মাইকিংও করা হবে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয় : হাইকোর্ট
পচা মাংস বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
শপথ নিলেন আপিল বিভাগের ৩ বিচারপতি
পচা-বাসি খাবার রাখার অভিযোগ, রেস্টুরেন্টকে জরিমানা 
X
Fresh