• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ডা. শুভ বালিকা উচ্চ বিদ্যালয়ের নামে জমি লিজ প্রদানের দাবিতে মানববন্ধন

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১১ নভেম্বর ২০২০, ১৯:০৩
Dr. Human chain demanding, lease of land, rtv news
মানববন্ধন

ডা. মুশফিকুর রহমান শুভ বালিকা উচ্চ বিদ্যালয়ের নামে জমি লিজ অথবা ভাড়া প্রদানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

আজ বুধবার বেলা ১১টার দিকে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে নগরীর আকুয়া এলাকায় সিটি করপোরেশনের দেড় একর ভূমি বিদ্যালয়ের নামে লিজ অথবা ভাড়া প্রদানের মাধ্যমে সাবেক ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের প্রয়াত ছেলের নামে প্রতিষ্ঠিত ডা. মুশফিকুর রহমান শুভ বালিকা উচ্চ বিদ্যালয়টি পুনরায় চালুর দাবিতে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহাদত হোসেন রমজান, অভিভাবক সদস্য জিন্নত আলী ফরাজী, জহিরুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

বক্তারা, গেলো সোমবার উচ্ছেদ করা বিদ্যালয়টি পুনরায় চালু করে আড়াই শতাধিক ছাত্রীর লেখাপড়ার পরিবেশ ফিরিয়ে দিতে সিটি মেয়রের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, গেলো সোমবার সকালে ময়মনসিংহ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব উল আহসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে আকুয়া এলাকায় ডা. মুশফিকুর রহমান শুভ বালিকা উচ্চ বিদ্যালয়ের টিন শেডের ভবনটি ভেঙে মালামাল জব্দ করে ট্রাকে তুলে নিয়ে যায়। পরে সেখানে সিটি করপোরেশনের নিজস্ব জমির কথা উল্লেখ করে একটি সাইনবোর্ড টানিয়ে দেয়া হয়।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নওগাঁয় নদী, খাল-বিল দখল ও দূষণের প্রতিবাদে মানববন্ধন
দুই স্বর্ণ ব্যবসায়ীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে চাঁদপুরে বাজুসের মানববন্ধন
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
X
Fresh