• ঢাকা সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

চট্টগ্রামে আগুনে দগ্ধ ৯ জনের মধ্যে বৃদ্ধার মৃত্যু

আরটিভি নিউজ, চট্টগ্রাম

  ০৯ নভেম্বর ২০২০, ১৮:৪০
চট্টগ্রামে আগুনে দগ্ধ ৯ জনের মধ্যে বৃদ্ধার মৃত্যু
ফাইল ছবি

চট্টগ্রামে একটি বাসায় আগুন লেগে দগ্ধ ৯ নারী ও শিশুর মধ্যে পিয়ারা বেগম নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) বেলা ১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় পিয়ারা বেগম নামের ৬৫ বছর বয়সী ওই নারীর মৃত্যু হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইউনিটের সহযোগী অধ্যাপক ডা. রফিক উদ্দিন আহমদ।

এই ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে চার সদস্যর তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন। তিনি বলেন, ঘটনায় যদি বাড়িওয়ালাসহ কারও গাফলতি পাওয়া যায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এর আগে রোববার রাতে নগরীর আকবর শাহ থানার উত্তর কাট্টলীর মুরাদ চৌধুরী বাড়ি এলাকার ছয় তলা একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

দগ্ধ অন্যরা হলেন- মিজানুর রহমান (৪২), সাইফুর রহমান (১৮), বিবি সুলতানা (৩৫), মাহের (৮), মানহা (২), সুমাইয়া (১৮), রিয়াদ (২২) ও সালমা জাহান (২১)।

ডা. রফিক জানিয়েছেন, আহতদের মধ্যে সাতজনের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। পিয়ারা বেগমের শরীরের ৬০ শতাংশ পুড়ে গিয়েছিল।

এছাড়া অন্য ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়ে দেয়া হয়েছে।

জিএম/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুমিল্লায় সাদেক মিয়া হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড 
গরু আনতে গিয়ে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু
টাঙ্গাইলে ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু 
র‍্যাব হেফাজতে নারীর মৃত্যুতে নান্দাইলে এসআই প্রত্যাহার
X
Fresh