• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

৩ পার্বত্য জেলায় ২য় দিনের সকাল-সন্ধ্যা হরতাল চলছে

অনলাইন ডেস্ক
  ১১ আগস্ট ২০১৬, ১১:৪৫

ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন সংশোধনী আইন বাতিলের দাবিতে তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতাল চলছে।

বান্দরবানে পার্বত্য নাগরিক পরিষদ, বাঙালি ছাত্র পরিষদ, সমঅধিকার আন্দোলন, জাগো পার্বত্যবাসী ও পার্বত্য শ্রমিক ঐক্য পরিষদ এ হরতালের ডাক দেয়।

সকালে সুয়ালক ট্রাফিকমোড়, বালাঘাটা এবং রুমা বাসস্টেশনসহ জেলা বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে রাস্তায় ব্যারিকেড দেয় পিকেটাররা। বান্দরবান-চট্টগ্রাম, কক্সবাজার এবং রাঙ্গামাটি সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

একই প্রতিবাদে রাঙামাটিতেও সকাল-সন্ধ্যা হরতাল চলছে। হরতালে বন্ধ রয়েছে সিএনজি অটোরিক্সাসহ অন্যান্য পরিবহন চলাচল।

এদিকে খাগড়াছড়িতে সকাল সন্ধ্যা হরতালে দোকানপাট ও ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরের অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

গেল ১ আগস্ট পার্বত্য চট্রগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংশোধনের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন করা হয়।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh