• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

কুষ্টিয়ায় ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০১ নভেম্বর ২০২০, ১৭:৩০
Killing fish with, poison in the pond, rtv news, rtv news
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত জুয়েল

কুষ্টিয়ার কুমারখালী থানার গৃহবধূকে ধর্ষণ মামলায় জুয়েল (৩০) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

গতকাল রোববার বেলা ১১টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিজ্ঞ বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত জুয়েল কুমারখালী উপজেলার সদরপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।

জানা গেছে, ভুক্তভোগী ওই গৃহবধূর স্বামী কর্মসূত্রে বাড়ির বাইরে থাকায় আসামি জুয়েল গৃহবধূকে প্রায়ই কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতো। ২০১৯ সালের ৩ অক্টোবর রাত সাড়ে আটটায় স্বামীর অনুপস্থিতিতে আসামি ঘরের মধ্যে ঢুকে গলায় ছুরি ধরে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা জড়ো হওয়া হলে আসামি পালিয়ে যায়। এ ঘটনায় গৃহবধূর স্বামী মো. রিংকু শেখ বাদী হয়ে জুয়েলের নামোল্লেখ করে কুমারখালী থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন।

কুষ্টিয়া জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের সরকারি কৌসুলি (পিপি) অ্যাডভোকেট আব্দুল হালিম আরটিভি নিউজকে জানান, কুমারখালী থানার গৃহবধূ ধর্ষণ মামলাটি চার্জ গঠন ও শুনানি শেষে আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডসহ এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সাজার আদেশ দিয়েছেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টেকনাফে ১০ কৃষক অপহরণ মামলার আসামি গ্রেপ্তার
নড়াইলে মাদক মামলায় চারজনের যাবজ্জীবন
শিশুকে শ্বাসরোধে হত্যা, সৎ মায়ের যাবজ্জীবন
ফরিদপুরে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন
X
Fresh