• ঢাকা শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
logo

ব্যারিস্টার রফিক-উল হক স্মরণে এক মাস চোখের ফ্রি চিকিৎসা

আরটিভি নিউজ

  ৩১ অক্টোবর ২০২০, ২৩:২৩
One month free eye treatment in memory of Barrister Rafiq-ul Haq
ব্যারিস্টার রফিক-উল হক স্মরণে শনিবার বিকেলে রাজধানীর মগবাজার আদ্-দ্বীন হাসপাতাল জামে মসজিদে দোয়া মাহফিল

সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হক মানবতার কল্যাণে আমৃত্যু কাজ করে বিরল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। নিজ গুণেই তিনি মানুষের হৃদয়ে চির স্মরণীয় হয়ে থাকবেন।

সদ্যপ্রয়াত বিশিষ্ট এই আইনজীবীর স্মরণে শনিবার বিকেলে রাজধানীর মগবাজার আদ্-দ্বীন হাসপাতাল জামে মসজিদে দোয়া মাহফিলে এসব মন্তব্য করেন, বক্তারা। রফিক-উল হকের স্মৃতিচারণ করতে গিয়ে আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিনসহ অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আহ্ছানিয়া মিশনের চেয়ারম্যান কাজী রফিক উল আলম, ব্যারিস্টার মারগুব কবির ও অ্যাডভোকেট মুহাম্মদ সালেহ উদ্দিন প্রমুখ। পরে রফিক-উল হকের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন আদ্-দ্বীন হাসপাতাল জামে মসজিদের খতিব মুফতি আমির হামজা। এর আগে জানানো হয়, জুরাইনে আদ্-দ্বীন ব্যারিস্টার রফিক-উল হক হাসপাতালে আগামীকাল ১ নভেম্বর থেকে পুরোমাস বিনামূল্যে চোখের চিকিৎসা দেওয়া হবে।

গেল ২৪ অক্টোবর সকাল সাড়ে ৮টায় রাজধানীর মগবাজার আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ব্যারিস্টার রফিক-উল হক।
পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh