• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

পর্তুগাল যাওয়া হলো না প্রবাসীর, খাদে পড়ে মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৬ অক্টোবর ২০২০, ১৪:০৭
The deceased was identified as Khandaker Anjan Mahmud
নিহত খন্দকার অঞ্জন মাহমুদ

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় খন্দকার অঞ্জন মাহমুদ (৪০) নামে এক মোটর সাইকেলচালক নিহত হয়েছেন।

রোববার (২৫ অক্টোবর) রাত সাড়ে ১২ টায় সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

বিষয়টি তার চাচা খন্দকার মোকাদ্দস আলী নিশ্চিত করেছেন। তিনি টাঙ্গাইল সদর উপজেলার মীরের বেতকা এলাকার খন্দকার মোসলেম উদ্দিনের ছেলে।

খন্দকার মোকাদ্দস আলী জানান, রোববার রাত ১২ টার দিকে টাঙ্গাইল শহর থেকে বাসায় আসার সময় নগরজলফৈ ব্রিজ সংলগ্ন মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খন্দকার মোকাদ্দস আলী আরও জানান, খন্দকার অঞ্জন মাহমুদ চার বছর যাবত পর্তুগাল থাকেন। সে পর্তুগালের নাগরিকত্ব লাভ করেছে। তার এক বছরের একটি ছেলে সন্তান রয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টাঙ্গাইল সদর থানার এসআই মো .ওহাব জানান, রাতেই খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে।

জিএ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মৃত্যুর দু’বছর পর দেশে ফিরছে ২ প্রবাসীর মরদেহ
প্রেম করে বিয়ের ২ মাসের মাথায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা 
১৯ দিনে প্রবাসী আয় ১৪ হাজার কোটি টাকা
পর্তুগালে বাংলাদেশি স্থপতি মেরিনা তাবাসসুমের স্থাপত্য প্রদর্শনী
X
Fresh