• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মোটর সাইকেল চুরি করায় ছেলেকে পুলিশে দিলেন মা

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৫ অক্টোবর ২০২০, ১৯:৫৯
Detained Md. Tuhin Bhuiyan
আটককৃত মো. তুহিন ভূঁইয়া

চট্টগ্রামে চুরি করা মোটর সাইকেল নিয়ে বাসায় ফেরার পর ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন মা।

শনিবার ( ২৪ অক্টোবর) রাতে নগরীর আসকারদিঘীর দক্ষিণ পাড়ের শতদল ক্লাবের পাশের গলি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

স্থানীয় লোকজন নিয়ে পাহারা বসিয়ে ওই তরুণের মা-ই গ্রেপ্তার সহযোগিতা করেন বলে জানিয়েছে পুলিশ।

আটককৃত মো. তুহিন ভূঁইয়া (২২) ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার সুলতানপুর গ্রামের মো. খোকন ভুঁইয়ার ছেলে। আসকারদিঘীর পাড়ে তাদের বাসা।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন আরটিভি নিউজকে জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর রিয়াজউদ্দন বাজারের সামনে মোটর সাইকেল রেখে জনৈক আশফাক হোসেন তামাকমুণ্ডি লেইনে যান মোবাইল মেরামত করতে। কিছুক্ষণ পর এসে দেখেন তার মোটরসাইকেলটি নেই । পরে আশেপাশের লোকজন জানায় এক তরুণকে মোটরসাইকেলটি রিকশায় তুলে নিয়ে চলে যেতে দেখেন। আশফাক বেরিয়ে মোটরসাইকেল না দেখে টহল পুলিশকে বিষয়টি জানান।

ওসি মহসিন বলেন, কোতোয়ালী থানা পুলিশের টিমটি মোটর সাইকেলের সন্ধানে কাজীর দেউড়ি এলাকার দিকে যায়। সেখানে একজন জানান, এক যুবককে রিকশা করে মোটর সাইকেল নিয়ে আসকার দিঘীর পাড়ের দিকে যেতে দেখেছেন। এই তথ্য পেয়ে পুলিশ আসকার দিঘীর পাড়ে শতদল ক্লাব সংলগ্ন একটি গলিতে গিয়ে মোটর সাইকেলটির সন্ধান পায়।

পুলিশ দেখে তুহিনের মা মমতাজ বেগম ছেলেকে কৌশলে আটকে পুলিশের হাতে তুলে দেন, বলেন ওসি।

আরও পড়ুনঃ

শাশুড়ির শতকোটি টাকা আত্মসাৎ করে স্ত্রীসহ আ.লীগ নেতা কারাগারে

রায়হানের মায়ের অনশন ভাঙ্গালেন মেয়র আরিফ

‘চালের মিল মালিক, পাইকার ও ফরিয়ারা অতিমুনাফার ষড়যন্ত্রে লিপ্ত’

মমতাজ বেগম স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে আয়ার কাজ করেন। আর তুহিন নিজেকে অটোরিকশার চালক পরিচয় দিলেও মাদকাসক্ত। এই ঘটনায় কোতোয়ালী থানায় মামলা হয়েছে।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh