logo
  • ঢাকা শুক্রবার, ০৪ ডিসেম্বর ২০২০, ১৯ অগ্রহায়ণ ১৪২৭

বাড়ির পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

Two children drowned, in the pond, rtv news
চাঁদপুর
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বাড়ির পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ১ নম্বর রাজারগাঁও ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম রাজারগাঁও গ্রামের বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফাহিম (১০) ও নাজমুল (৬)।

স্থানীয় বাসিন্দা আলমগীর কবির জানান, শিশু ফাহিম বেপারী বাড়ির প্রবাসী নাছির উদ্দিনের ছেলে। সে দুই নম্বর দক্ষিণ-পশ্চিম রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিলো। নাজমুল একই বাড়ির জসিম বেপারীর ছেলে। তিনি প্রথম শ্রেণির ছাত্র।

স্থানীরা জানান, নিহতরা দুজনেই দুপুরে গোসল করতে গিয়ে না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়। তারপর পুকুর পাড়ে জুতা দেখতে পেয়ে পানিতে নেমে তাদেরকে উদ্ধার করা হয়। পরে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

হাজীগঞ্জ উপজেলার এক নম্বর রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হাদি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

জেবি

RTVPLUS