• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ইউপি নির্বাচনে ম্যাজিস্ট্রেটের গাড়িতে ককটেল হামলা

আরটিভি নিউজ, চট্টগ্রাম

  ২০ অক্টোবর ২০২০, ১৮:১৬
ইউপি নির্বাচনে ম্যাজিস্ট্রেটের গাড়িতে ককটেল হামলা
ফাইল ছবি

চট্টগ্রামের লোহাগাড়া সদর উপজেলায় ইউপি নির্বাচনে ম্যাজিস্ট্রেটের গাড়িতে ককটেল হামলার ঘটনার খবর পাওয়া গেছে।

সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নজিবুন্নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে আজ মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে।

জানা গেছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা কেন্দ্র দখল করে জাল ভোট দেয়ার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গেলে তার গাড়ি লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িচালক মো. শাহেদ (৩০) গুরুতর আহত হন।

এ বিষয়ে ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন চৌধুরী জানান, অনিয়মের খবর পেয়ে নজিবুন্নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গেলে তার গাড়ি লক্ষ্য করে দুটি ককটেল ছুড়ে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার গাড়ি চালক আহত হন।

উল্লেখ্য, চট্টগ্রামের ছয় উপজেলার ১১ ইউনিয়ন পরিষদের সাধারণ ও উপনির্বাচনের ভোটগ্রহণ হয় আজ।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে সার্ভিসের গাড়িতে হামলা
দক্ষিণ আফ্রিকায় ডাকাতের হামলায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত
হামাসের অবস্থানগুলোতে হামলা চালাতে অগ্রসর হচ্ছে ইসরায়েলি বাহিনী
সালমানের বাড়িতে হামলার ঘটনায় গুলিসহ অস্ত্র উদ্ধার
X
Fresh