• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

নির্মাণ কাজে ধীরগতি, স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত লাখো মানুষ

আরটিভি অনলাইন রিপোর্ট, সুনামগঞ্জ

  ১২ মার্চ ২০১৭, ১৫:৩২

সুনামগঞ্জের ২৫০ শয্যার সদর হাসপাতালের নতুন ভবনের নির্মাণ কাজ চলছে ঢিমেতালে। ২০১৬ সালের জুনে নির্মাণ কাজ শেষ করার কথা থাকলেও এখনো সম্পূর্ণ না হওয়ায় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন জেলার ২৮ লাখ মানুষ।

দূর-দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগীরা কাঙ্ক্ষিত সেবা না পেয়ে উন্নত চিকিৎসার জন্য ভর্তি হচ্ছেন বেসরকারি হাসপাতালে।

জাপানী দাতা সংস্থা জাইকার অর্থায়নে হেলথ পপুলেশন অ্যান্ড নিউট্রিশন সেক্টর ডেভেলপমেন্ট প্ল্যান প্রকল্পের আওতায় ২০১৩ সালে ৫০ শয্যা থেকে ২৫০ শয্যার হাসপাতালের ৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণ কাজ শুরু হয়।

২০১৬ জুন মাসের মধ্যে নির্মাণ কাজ শেষ করে ভবনটি হস্তান্তরের কথা থাকলেও এখনো শেষ হয়নি নির্মাণ। ফলে হাসপাতালের স্থান সংকুলান না হওয়ায় সেবা নিতে আসা রোগীরা পড়ছেন ভোগান্তি। শয্যা সংকটে কারণে রোগীরা হাসপাতালের মেঝে ও বারান্দায় নিচ্ছেন চিকিৎসা।

হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রফিকুল ইসলাম জানান, প্রতিদিন হাসপাতালে দুই থেকে আড়াইশ’ রোগী ভর্তি থাকে। এছাড়া বহির্বিভাগে ৪শ’ থেকে ৫শ’ রোগী চিকিৎসা নেয়। এমনকি হাসপাতালে পর্যাপ্ত ডাক্তারদের বসার কক্ষও নেই।

সুনামগঞ্জ সদর হাসপাতালটি ১৯৯৬ সালে ৫০ থেকে ১শ’ শয্যায় ও ২০০৯ সালে ১শ’ থেকে ২শ’ ৫০ শয্যায় উন্নীত করা হয়।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh