• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

নলছিটিতে ঘেরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৪ অক্টোবর ২০২০, ১৯:৫৬
Allegation of killing, fish with poison, rtv news
ঝালকাঠির নলছিটিতে ঘেরে বিষ ঢেলে মাছ নিধন

ঝালকাঠির নলছিটি উপজেলার কামদেবপুরে একটি মাছের ঘেরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার রাতে ওই গ্রামের মো. ফখরুল হাওলাদারের মাছের ঘেরে এ ঘটনা ঘটে।

ঘেরের মালিক মো. ফখরুল হাওলাদার জানান, এক একর জমিতে মাছের ঘের করে রুই, কাতল, তেলাপিয়া, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছের চাষ করেন তিনি।

পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা বুধবার ভোরে তার ঘেরে বিষ প্রয়োগ করে।

সকালে তিনি খাবার দিতে গিয়ে ঘেরের মাছ মরে ভেসে উঠতে দেখেন। এতে তার প্রায় সাড়ে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন।

বিষয়টি তিনি নলছিটি থানা পুলিশকে জানিয়েছেন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) আবদুল হালিম তালুকদার আরটিভি নিউজকে বলেছেন, উপজেলার কামদেবপুরে মো. ফখরুল হাওলাদারের মাছের ঘেরে বিষ প্রয়োগের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কাপ্তাই হ্রদে ৩ মাস মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরু
জালে ধরা পড়ল ৪০০ কেজি ওজনের ‘তলোয়ার’ মাছ
অভিনেতা অলিউল হক রুমি আর নেই
ভাগনের লাঠির আঘাতে মামার মৃত্যু
X
Fresh