• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

খাগড়াছড়িতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

খাগড়াছড়ি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৮ অক্টোবর ২০২০, ২১:০৯
Criminal with police
পুলিশের সঙ্গে অপরাধী

খাগড়াছড়িতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মোখলেছ (২৫) মিয়াকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হাসান এই রায় ঘোষণা করেন। একই সাথে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। এসময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। ঘটনার তিন বছরের মাথায় আদালত এই রায় ঘোষণা করেন। মোখলেছ বড় পিলাক এলাকার মনসুর সওদাগরের ছেলে।

উল্লেখ্য, ২০১৭ সালের ২৩ অক্টোবর খাগড়াছড়ির গুইমারা উপজেলার পশ্চিম বড়পিলাক এলাকায় যৌতুক না পেয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে নিজ ঘরে ওড়না দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে মোছা. জান্নাত বেগম(২২)কে হত্যা করে তার স্বামী মোখলেছ।

এই ঘটনায় নিহতের বাবা মো. ফারুক মিয়া বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ চারমাস পর ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি চার্জশীট দাখিল করেন। পরবর্তীতে রাষ্ট্রপক্ষের ৯জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত আজ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট বিধান কানুনগো রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

জিএ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নওগাঁয় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
পানছড়িতে রাতের আঁধারে করাত কলে আগুন
পাবলিক টয়লেটের সামনে পড়ে ছিলো নবজাতকের মরদেহ
খাগড়াছড়ির সব ব্যাংকে নিরাপত্তা জোরদার
X
Fresh