• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

ইয়াবা নিয়ে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার ২

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৭ অক্টোবর ২০২০, ১৯:১২
Arrested while fleeing, with yaba 2, rtv news
ফেনীতে ইয়াবাসহ গ্রেপ্তার দুই আসামি

ফেনী শহরের হাজারী রোড থেকে কোটি টাকার ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। সেইসঙ্গে জব্দ করা হয় ইয়াবা বহনকারী পিকআপটি। গতকাল মঙ্গলবার রাতে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন পিকআপের চালক আমির হোসেন (৩০) ও হেলপার রফিক আলম (২০) ।

আমির হোসেন কক্সবাজার জেলার পালংখালী ইউনিয়নের তেলখোলা গ্রামের মৃত মোজাফফর আহমদের ছেলে ও রফিক একই ইউনিয়নের থাইংখালী গ্রামের আবদুল মোনাফের ছেলে।

গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে হাজারী রোডে গোয়েন্দা পুলিশের একটি দল চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এসময় একটি পিকআপকে থামার সংকেত দেয় গোয়েন্দা পুলিশ সদস্যরা। এ সময় পিকআপের চালক না থেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া করে চালক আমির হোসেন ও হেলপার রফিক আলমকে আটক করা হয়।

পিকআপে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১০টি প্যাকেটে দুইশ’ পিস করে মোট ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এন এম নূরুজ্জামান জানান, এ ঘটনায় মাদক আইনে ফেনী মডেল থানায় মামলা হয়েছে।

পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী আজ বুধবার সকালে প্রেস ব্রিফিংয়ে জানিয়য়েছেন, উদ্ধারকৃত ইয়াবা কোথায় থেকে কার কাছে যাচ্ছিল এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে আদালতে তুলে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মালয়েশিয়ায় ১৩২ বাংলাদেশি গ্রেপ্তার
মিয়ানমারে সেনা ট্রেনিং নিয়ে ফেরা ২ রোহিঙ্গা গুলিসহ গ্রেপ্তার
মাদকসহ সংগীতশিল্পী গ্রেপ্তারের ঘটনায় যা জানা গেল 
কোটি টাকার মাদকসহ সংগীতশিল্পী গ্রেপ্তার 
X
Fresh