• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ধর্ষণের প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, ফরিদপুর, আরটিভি নিউজ

  ০৬ অক্টোবর ২০২০, ১৬:০১
Human chain, in Faridpur in protest, rtv news
ফরিদপুরে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

ধর্ষণ প্রতিরোধে যৌক্তিক পদক্ষেপ গ্রহণের দাবিতে ফরিদপুরে মানববন্ধন করেছে ফরিদপুর মেডিকেল কলেজের (ফমেক) শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

পরে ফরিদপুরের জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেয়া হয়।

মানববন্ধনে ফমেকের পঞ্চম বর্ষের শিক্ষার্থী মিসবাহউদ্দীন, রায়হানুল ইসলাম, রোয়েল সাহা রোমী, চতুর্থ বর্ষের তানজিম আহমেদ সিয়াম, নাজমুস সাকিব, তৃতীয় বর্ষের ইশতিয়াক আহমেদ অর্ণব, ইশতিয়াক পরাগ, নাইমুল নেহাল, নাইমুল রোচি, আশরাফুল ইসলাম, জহির, জুনেদ আহমেদ, ফয়সাল আহমেদ খান, ওয়ালিদ বিন মিজান, আকাশ সরকার, মাহরুব রহমান নাইম ও মাশুক মুগ্ধ উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে দেয়া স্মরকলিপিতে ফরিদপুর মেডিকেল কলেজ ও রাজেন্দ্র কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে আসা শিক্ষার্থী বিভিন্ন ছাত্রাবাস ও মেসে অস্থায়ীভাবে বসবাস করার বিষয়টি উল্লেখ করে কোনোপ্রকার অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই যৌক্তিক কর্মকাণ্ড গ্রহণের জোর দাবি জানানো হয়।

একইসঙ্গে সারা দেশ জুড়ে ঘটতে থাকা ধর্ষণের ঘটনাসমূহের ফলে তীব্র উদ্বেগ প্রকাশ করে তারা বলেন, সচেতন নাগরিক বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে এ কারণে নিরাপত্তাহীনতা বিরাজ করছে। এসব ঘটনায় বিচারহীনতার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নওগাঁয় নদী, খাল-বিল দখল ও দূষণের প্রতিবাদে মানববন্ধন
দুই স্বর্ণ ব্যবসায়ীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে চাঁদপুরে বাজুসের মানববন্ধন
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
X
Fresh