• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ব্রাহ্মণবাড়িয়ার দু’স্থানে ১৪৪ ধারা

আরটিভি অনলাইন রিপোর্ট, ব্রাহ্মণবাড়িয়া

  ০৯ মার্চ ২০১৭, ১২:১৮

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও কসবায় একই স্থানে দু'পক্ষ সভা ডাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার সরাইলে সকাল ৬টা থেকে রাত ১২টা এবং কসবায় সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে।

সরাইলের শাহজাদাপুর ইউনিয়ন যুবলীগের দু'গ্রুপ একই জায়গায় মিছিল এবং কসবায় কুটি অটল বিহারী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি ও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পাল্টাপাল্টি সভা ডাকায় ১৪৪ ধারা জারি করা হয়।

সরাইল উপজেলা প্রশাসন সূত্র জানায়, উপজেলা যুবলীগের দুটি গ্রুপ সেখানকার শাহজাদাপুর ইউনিয়নে পাল্টাপাল্টি কমিটি দেয়।

অন্যদিকে কসবায় কুটি অটল বিহারী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত তিন তলা ভবন উদ্বোধন উপলক্ষে পরিচালনা কমিটির পক্ষ থেকে অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই সময়ে স্থানীয় কুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেখানে বিদ্যালয় পরিচালনা কমিটির প্যানেল ঘোষণার জন্য সভার ডাক দেয়। পরে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইসরাত ও কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা ইসলাম ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করেছেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh