• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ছাত্রাবাসে দলবেঁধে ধর্ষণ

বড় আয়তনের কলেজটিতে নিরাপত্তার অভাব ছিল : তদন্ত কমিটি 

আরটিভি নিউজ

  ০১ অক্টোবর ২০২০, ১৫:২২
Large-scale college lacks security: inquiry committee
এমসি কলেজ ।। ফাইল ছবি

বড় আয়তন নিয়ে সুনামের সঙ্গে চলছিল সিলেটের বিখ্যাত (এমসি) কলেজ। কিন্তু নিরাপত্তা ব্যবস্থা নেই যথেষ্ট পরিমাণ। কলেজটির ছাত্রাবাসে ধর্ষণের ঘটনার পর সামনে আসে নিরাপত্তার বিষয়টি। কলেজটির চার পাশে পরিবেশ এবং লাইটিং বিষয়টি নিরাপত্তার বিঘ্নিত ঘটিয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) প্রেস ব্রিফিং করে এমন তথ্য জানান শিক্ষা মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি।

এর আগে মঙ্গলবার সিলেটে আসেন তদন্ত কমিটি। কমিটির সদস্যগণ দুদিন সিলেটে অবস্থান করে ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং কলেজ অধ্যক্ষ, পুলিশ, সাধারণ মানুষ, শিক্ষকসহ ভিকটিমের সঙ্গে কথা বলেন কমিটির সদস্যগণ।

শাহিদুল খবির চৌধুরী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার আলো, প্রতিষ্ঠানে ধর্ষণের ঘটনা কখনো কাম্য নয়। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। মন্ত্রণালয় থেকে আমাদের জানিয়েছেন সাত দিনের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন এবং তিন দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন জমা দিতে। কলেজ প্রশাসনের সঙ্গে আমরা একাধিকবার কথা বলেছি। ঢাকা ফিরে ৭ দিনের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দিবো।

কমিটির প্রধান জানান, করোনাকালে শিক্ষা শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। যেহেতু দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ তাই এমসি কলেজের ছাত্রাবাস খোলা রাখার কোনও সুযোগ নেই।

জিএম/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চার নির্দেশনা দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রজ্ঞাপন 
শিক্ষাপ্রতিষ্ঠানে বাড়ছে না ছুটি, ক্লাস শুরুর প্রস্তুতি
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির বিষয়ে নতুন সিদ্ধান্ত আসছে
X
Fresh