• ঢাকা সোমবার, ২৭ মে ২০২৪, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

‘ডাকাতি ও ধর্ষণ’ই তাদের উদ্দেশ্য ছিল: খাগড়াছড়ির এসপি

খাগড়াছড়ি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৭ সেপ্টেম্বর ২০২০, ১৫:৩৫
Their motive was 'robbery and rape': SP of Khagrachari
পুলিশ অভিযান চালিয়ে খাগড়াছড়ির বিভিন্ন এলাকা ও চট্টগ্রাম থেকে ৭ জনকে গ্রেপ্তার করেছে

খাগড়াছড়ি জেলা সদরের বলপাইয়া আদামে এক পাহাড়ি বাড়িতে ডাকাতি ও গণধর্ষণের নেপথ্যকাহিনী উদঘাটন করেছে পুলিশ। ঘটনায় ৯ জন পেশাদার ডাকাত অংশ নেয়। ডাকাতি ও একই সাথে ধর্ষণই তাদের উদ্দেশ্য ছিল বলে জানান খাগড়াছড়ি পুলিশ সুপার মোঃ আব্দুল আজিজ।

চাঞ্চল্যকর ঘটনা নিয়ে রোববার সকালে খাগড়াছড়ির পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ব্রিফিং করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন ও খাগড়াছড়ির পুলিশ সুপার মোঃ আব্দুল আজিজ।

পুলিশ সুপার আব্দুল আজিজ সংবাদ সম্মেলনে জানান, গত বুধবার দিনগত মধ্যরাতে সংগঠিত ঘটনার পরপরই পুলিশ ব্যাপক অভিযান চালিয়ে জড়িতদের মধ্যে খাগড়াছড়ির বিভিন্ন এলাকা ও চট্টগ্রাম থেকে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে স্বর্ণ বিক্রির টাকা, লুণ্ঠিত টাকা ও মোবাইল সেটসহ ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রশস্ত্র উদ্বার করা হয়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন জানান, এর সাথে রাজনৈতিক কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি।

এদিকে আজ দুপুরে পুলিশের হাতে আটক ধর্ষক ৭ ডাকাতকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

উল্লেখ্য, গতকাল (শনিবার) বিকেলে গণধর্ষণের শিকার বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে (২৬) খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। পরে আদালতে ২২ ধারায় জবানবন্দি নিয়ে মা পুষ্পরানী চাকমার হেফাজতে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়।
পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিমান বাহিনী কর্তৃক নির্মিত ‘গার্ডেন বাই দি রানওয়ে’র উদ্বোধন
জিএসপি পুনর্বহালের সিদ্ধান্ত নিয়ে কিছু জানে না মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়
১৪ লাখ টাকা দিয়েও পুলিশে চাকরি হয়নি, এসপির কাছে অভিযোগ
প্রাণ দিয়ে বড় ক্ষতি থেকে বাঁচালেন পাইলট জাওয়াদ
X
Fresh