• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

পছন্দের জামা না পেয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৬ সেপ্টেম্বর ২০২০, ১৫:০৮
Schoolgirl commits, suicide by not getting, rtv news
ছবি: সংগৃহীত

দুর্গাপূজা উপলক্ষে বাবার কিনে আনা জামা পছন্দ না হওয়ায় দশম শ্রেণির এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে নড়াইল সদর উপজেলার বোড়াবাদুড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে।

আত্মহত্যাকারী স্কুলছাত্রীর নাম মিতু দাস (১৫)। তিনি ওই গ্রামের রতন দাসের মেয়ে।

মিতুর পরিবার সূত্রে জানা যায়, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মিতুর বাবা একটি ত্রি-পিস কিনে আনেন মেয়ের জন্য। কিন্তু ত্রি-পিসের জামার কাপড়ের একটি অংশে সামান্য কাটা থাকায় মিতু সেটি নিতে চায় না।

তার বাবা গতকাল শুক্রবার বাজার থেকে সেটি পাল্টিয়ে অন্য মডেলের একটি ত্রি-পিস এনে দেন। কিন্তু অন্য মডেল পছন্দ না হওয়ায় মিতু পুনরায় বায়না ধরে। এতে তার অসুস্থ বাবা রেগে গিয়ে তাকে বকাবকি করেন।

পরে মিতু ঘরের আড়ার সঙ্গে গলায় শাড়ি পেঁচিয়ে ঝুলে পড়ে। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মিতুকে মৃত ঘোষণা করেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ হোসেন আরটিভি নিউজকে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। এই ধরনের ঘটনা আগেও ঘটেছে। পরিবারের উচিত এসব ক্ষেত্রে আরও সতর্ক হওয়া।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রের আত্মহত্যা  
নড়াইলে মাদক মামলায় চারজনের যাবজ্জীবন
খুলনায় ২ দিনব্যাপী আন্তর্জাতিক নৃত্য উৎসব
ফেসবুকে পোস্ট দিয়ে সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
X
Fresh