• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

সাংবাদিক পরিচয়ে জালটাকার ব্যবসা, আটক ১

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৫ সেপ্টেম্বর ২০২০, ১৯:২৭
Counterfeit business as a journalist, arrested 1
সাংবাদিক পরিচয়ে জালটাকার ব্যবসা করায় যুবক আটক

চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন কলসি দিঘীরপাড় এলাকায় অভিযান চালিয়ে জালনোট উদ্ধারসহ ১ জন প্রতারককে আটক করেছে র‌্যাব-৭। শুক্রবার বিকেলে আরটিভি নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ মাহমুদুল হাসান মামুন।

র‌্যাব কর্মকর্তারা জানায়, গোপন সংবাদে র‌্যাব জানতে পারে একটি অপরাধীচক্র সাংবাদিক পরিচয় দিয়ে চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন কলসি দিঘীরপাড় ধুমপাড়ার মোড়ে রিফাত টেইলার্স এন্ড কসমেটিকস হাউসের সামনে জালনোটকে আসল টাকা বলে চালানোর চেষ্টা করছে। র‌্যাব অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া করে আসামি মোঃ রাসেল শেখকে (২৪) আটক করে। পরে আটক আসামির দেহ তল্লাশি করে চারটি ১,০০০ টাকার জাল নোট এবং দুটি নকল প্রেস আইডি কার্ড উদ্ধার করা হয়।

র‌্যাব কর্মকর্তারা জানান, আটকের পর আসামি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে র‌্যাব সদস্যদের প্রভাবিত করার চেষ্টা করলেও ব্যাপক জিজ্ঞাসাবাদে সে সাংবাদিক নয় বলে স্বীকার করে। রাসেল দীর্ঘদিন যাবত চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় সাংবাদিক পরিচয়ে জাল টাকাকে আসল টাকা বলে চালিয়ে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিল্পী-সাংবাদিক দ্বন্দ্ব নিয়ে এলো চূড়ান্ত সিদ্ধান্ত
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞায় টিআইবির উদ্বেগ 
এফডিসিতে মারামারি, যা বললেন অঞ্জনা
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা
X
Fresh