• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

চট্টগ্রামে নিম্নমানের মেডিকেল বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২১ সেপ্টেম্বর ২০২০, ১৫:৪২
3 companies fined, for selling low, rtv newes
চট্টগ্রাম

চট্টগ্রামে নিম্নমানের মেডিকেল সামগ্রী বিক্রি বন্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও ওষুধ প্রশাসন।

দুপুরে নগরীর প্রবর্তক মোড় ও আন্দরকিল্লায় অভিযান চালানো হয়। এ সময় তিনটি প্রতিষ্ঠানকে দুই লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

এর মধ্যে প্রবর্তক মোড়ে রওশন এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানকে নিম্নমানের মেডিকেল সরঞ্জাম বিক্রির অভিযোগে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক এবং ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক হোসাইন মোহাম্মদ ইমরান অভিযানের নেতৃত্ব দেন।

ওমর ফারুক জানান, করোনার সময় প্রয়োজনীয় মেডিকেল সামগ্রীর চাহিদা বেড়ে যাওয়ায় অসাধু ব্যবসায়ীরা নিম্নমানের মেডিকেল সরঞ্জাম বিক্রি করে গ্রাহকদের প্রতারিত করছে। নিম্নমানের সরঞ্জাম ব্যবহারে রোগীদের মধ্যে ভুল বার্তা যাওয়ার পাশাপাশি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। যারা নিম্নমানের সামগ্রী বিক্রি করে মানুষের সঙ্গে প্রতারণা করছে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিষখালী নদীতে মৎস্য বিভাগের অভিযান, জেলে নিখোঁজ
বিদ্যুৎ ও গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না
চার নির্দেশনা দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রজ্ঞাপন 
শিক্ষাপ্রতিষ্ঠানে বাড়ছে না ছুটি, ক্লাস শুরুর প্রস্তুতি
X
Fresh