smc
logo
  • ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০, ৭ কার্তিক ১৪২৭

বাড়িতে ঢুকে পাটকল শ্রমিককে কুপিয়ে হত্যা

  স্টাফ রিপোর্টার, নরসিংদী, আরটিভি নিউজ

|  ২১ সেপ্টেম্বর ২০২০, ১১:১৩ | আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২০, ১২:৫৩
A jute mill worker, was hacked to death, rtv news
নরসিংদী
নরসিংদী শহরে একটি বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের সামনেই পাটকলের এক সাবেক শ্রমিককে কুপিয়ে হত্যা করা হয়।

গতকাল রোববার রাতে নরসিংদী পৌর এলাকার কামারগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তির নাম মো. রবিউল্লাহ(৪৪)।  তিনি ওই এলাকার আবদুল জব্বারের ছেলে এবং ইউএমসি জুটমিলের একজন স্থায়ী শ্রমিক ছিলেন।

নিহতের পরিবারের সদস্যরা জানান, মো. রবিউল্লাহ ছোট ছেলে টেক্সটাইল মিলের শ্রমিক সজীব গতকাল রোববার বিকেলে স্থানীয় একটি মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে যায়। খেলার সময় বিকেল পাঁচটার দিকে রোহান (২০) নামের এক যুবকের সঙ্গে তার কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ সময় উপস্থিত লোকজন বিষয়টি মিমাংসা করে দেয়। পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে সজীব বাড়িতে এসে কাজে চলে যায়। এরপর রাতে রোহান একটি চাপাতি নিয়ে উত্তেজিত অবস্থায় সজীবের বাড়িতে ঢুকে।

এ সময় সজীবকে না পেয়ে তার বাবা রবিউল্লাহ ঘাড়ে ও কপালে চাপাতি দিয়ে কোপ দেয়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় উপস্থিত পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার দত্ত চৌধুরী আরটিভি নিউজকে জানান, প্রাথমিক তদন্তে জানা যায় ফুটবল খেলায় কথা কাটাকাটির জের ধরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য মর্গে নিয়ে যায়। যার বিরুদ্ধে অভিযোগ ওই যুবককে আটকের জন্য অভিযান চালানো হচ্ছে বলেও তিনি জানান।

জেবি

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৩৯৪৮২৭ ৩১০৫৩২ ৫৭৪৭
বিশ্ব ৪,১৫,৭০,৮৩১ ৩,০৯,৫৮,৫৪৬ ১১,৩৭,৭০৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়