• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি (ভিডিও)

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৮ সেপ্টেম্বর ২০২০, ১১:২১

গেলো ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জে যমুনা নদীর পানি ৩৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে আজ শুক্রবার সকাল ছয়টায় কাজিপুর পয়েন্টে বিপদসীমার ছয় সেন্টিমিটার ও সিরাজগঞ্জ শহর রক্ষাবাঁধের হার্ডপয়েন্টে বিপদসীমার ১৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

চতুর্থ দফায় তিন ধরে যমুনার পানি বাড়তে থাকায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে।

চলমান বন্যা প্রায় তিন মাসের বেশি সময় ধরে চলছে। এরই মধ্যে জেলার বন্যাকবলিত ছয়টি উপজেলা সিরাজগঞ্জ সদর, কাজিপুর, বেলকুচি, চৌহালী, শাহজাদপুর ও উল্লাপাড়ার প্রায় ২৫০ গ্রামের ৫৮ হাজারেরও বেশি পরিবারের তিন লাখ ৪০ হাজার মানুষ পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। ডুবে গেছে বাড়ি-ঘর, রাস্তা-ঘাট, ক্ষেতের ফসল। ভেসে গেছে পুকুরের মাছ। গবাদিপশু, প্রয়োজনীয় জিনিসপত্র, থাকা-খাওয়া নিয়ে চরম ভোগান্তিতে বানভাসীরা। পানি যতো বাড়ছে বিভিন্ন স্থানে ততো তীব্র হচ্ছে নদীভাঙন। বন্যাদুর্গত এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির চরম সঙ্কট দেখা দিয়েছে। সরকারি ত্রাণ অপ্রতুল হওয়ায় অনেক স্থানে বানভাসীরা ত্রাণ পাচ্ছে না।

বিশেষ করে চরাঞ্চলের মানুষেরা দীর্ঘ সময় ধরে নৌকায় ও ঘরের ভেতর পানির মধ্যে বসবাস করায় খাদ্য ও বিশুদ্ধ পানির সঙ্কটে ভুগছেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেলায় জাদু খেলার নামে অশ্লীল নৃত্য, আটক ৫  
ভারতের রাষ্ট্রপতির কাছ থেকে পদ্মশ্রী নিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা  
সিরাজগঞ্জে গাছে ধাক্কা দিয়ে উড়ে গেল বাসের ছাদ, নিহত ১
পুলিশের ওপর হামলা, মদ-অস্ত্রসহ আ.লীগ নেতার স্ত্রী গ্রেপ্তার
X
Fresh