• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

পাটুরিয়ায় ফেরি পারের অপেক্ষায় ৫ শতাধিক পণ্যবাহী ট্রাক

স্টাফ রিপোর্টার মানিকগঞ্জ, আরটিভি নিউজ

  ১৭ সেপ্টেম্বর ২০২০, ১৩:৫৫
More than 500 freight trucks are waiting for the ferry to Paturia
ফাইল ছবি

শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌপথে সীমিত ভাবে ফেরি চলাচল করায় পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে যানবাহনের বাড়তি চাপ রয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে ছোট গাড়ি ও পরিবহন বাস পারাপার করার ফলে আটকে যাচ্ছে পণ্যবাহী ট্রাক।

আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় নদী পারের অপেক্ষায় থাকতে দেখা গেছে ৫ শতাধিক সাধারণ পণ্যবাহী ট্রাক।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবীর জানান, ঘাট এলাকায় সাধারণ পণ্যবাহী ট্রাকের অতিরিক্ত চাপ থাকায় মহাসড়কের উথুলী সংযোগ সড়কে শতাধিক সাধারণ পণ্যবাহী ট্রাক আটকে রাখা হয়েছে। ঘাটের পরিস্থিতি স্বাভাবিক হলে উথুলী থেকে সিরিয়াল অনুযায়ী কিছু কিছু করে ঘাটে পাঠানো হবে বলে জানান তিনি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক মো. সালাম হোসেন জানান, এ নৌপথে ১৯টি ফেরির মধ্যে ১৮টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে। ছোট ফেরি বনলতা বিকল হওয়ায় তা মেরামতের জন্য ভাসমান কারখানায় রয়েছে।

এনএম/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদে দৌলতদিয়া-পটুরিয়া নৌরুটে চলবে ২০ লঞ্চ ও ১৫ ফেরি
‘নৌপথ-নদীবন্দরগুলো ঠিক আছে কি না, লক্ষ্য রাখতে হবে’
‘বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন উচ্চতায় চলে গেছে’
রাজশাহী-মুর্শিদাবাদ আন্তর্জাতিক নৌপথ চালু হচ্ছে সোমবার 
X
Fresh