• ঢাকা সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

ব্যাংকে ঢুকে ম্যানেজারকে বোমার ভয় দেখিয়ে টাকা দাবি (ভিডিও)

গাজীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৬ সেপ্টেম্বর ২০২০, ১৫:৩৭
টাকা ম্যানেজার গাজীপুর
ফাইল ছবি

গাজীপুরের চান্দনা চৌরাস্তায় প্রাইম ব্যাংকের শাখা ম্যানেজারকে বোমার ভয় দেখানোর অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে।

আজ বুধবার দুপরে চান্দনা চৌরাস্তার শাপলা ভবন অবস্থিত প্রাইম ব্যাংকের ওই শাখা থেকে যুবককে আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ওই যুবকের নাম জানা যায়নি।

গাজীপুর পেট্রোপলিটন পুলিশের (জিএমপির) ভারপ্রাপ্ত কমিশনার আজাদ মিয়া আরটিভি নিউজকে জানান, আজ দুপুরে চান্দনা চৌরাস্তার শাপলা ভবনের প্রাইম ব্যাংকের শাখার ম্যানেজার ফরিদ আহমেদের কক্ষে এক যুবক ঢুকে। পরে তার ব্যাগে বোমা আছে এই ভয় দেখিয়ে টাকা দাবি করে। এ সময় ব্যাংক কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা দ্রুত ব্যাংক থেকে বেরিয়ে যান। তবে কৌশলে ওই যুবককে আটকে রেখে পুলিশে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ ও ব্যাগ তল্লাশি শুরুর উদ্যোগ নিয়েছে।

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে তল্লাশি চলছে। পরে বিস্তারিত জানানো হবে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জনবান্ধব সরকারের আইনবান্ধব প্রশাসন, মৎস্যজীবীদের ক্ষতি ৬৬ লাখ টাকা!
নওগাঁয় কোটি টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
অবৈধ জুস তৈরির কারখানায় অভিযান, ১০ লাখ টাকা জরিমানা
প্রবাস জীবন ছেড়ে পাখি পালন, মাসে আয় লাখ টাকা
X
Fresh