logo
  • ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২০, ১৭ আশ্বিন ১৪২৭

শিক্ষার্থী পিটিয়ে ভাইরাল হওয়া সেই মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার (ভিডিও)

  আশুলিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

|  ১৫ সেপ্টেম্বর ২০২০, ১৫:০১ | আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ২০:০৫
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আশুলিয়ার শ্রীপুর এলাকার জাবালে নূর মাদ্রাসার দুই শিক্ষার্থী রাকিব (১৩) ও মাহফুজ (১৩) কে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ওই মাদ্রাসার শিক্ষক ইব্রাহিমের বিরুদ্ধে। ইতোমধ্যে এই ঘটনার সত্যতা মিলেছে সিসিটিভির ফুটেজে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে মারধরের এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে আশুলিয়া থানা পুলিশ। পরে সন্ধ্যায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক ইব্রাহীমকে আটক করা হয়। শিক্ষক হাফেজ ইব্রাহিম কুমিল্লা জেলার হোমনা থানার দুর্গাপুর গ্রামের আতাউর রহমানের ছেলে।

এ ব্যাপারে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম জানান, এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী রাকিবের বাবা ইবাদুল ইসলাম বাদী হয়ে গতকাল রাতে একটি মামলা দায়ের করেন এবং অভিযুক্ত শিক্ষককে আদালতে প্রেরণ করা হবে।

এসএ/জিএ

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৩৬০৫৫৫ ২৭২০৭৩ ৫১৯৩
বিশ্ব ৩,৩৩,৪২,৯৬৫ ২,৪৬,৫৬,১৫৩ ১০,০২,৯৮৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়